ঢাকা, বুধবার   ১৫ অক্টোবর ২০২৫

দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন সৈনিকদের প্রস্তুত থাকার নির্দেশ

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫০, ১৫ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোর সেন্টার এবং স্কুলের রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এ সময় ৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নবীন সৈনিকদের প্রস্তুত থাকতে নির্দেশ দেন।

খুলনার জাহানাবাদ সেনানিবাসে বুধবার সকালে শহীদ লেঃ কর্নেল আনোয়ার প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। 

প্রধান অতিথি প্যারেডে অংশগ্রহণকারী সকল নবীন সৈনিককে দেশ মাতৃকার সেবায় উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকতে বলেন। তিনি দেশের যে কোন প্রয়োজনে নবীন সৈনিকগণের উপর অর্পিত দায়িত্ব পালনের জন্যও নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে দেশের সর্ববৃহৎ ৬০৬ জন রিক্রুট শপথ গ্রহণ করে।

রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজে সর্ব বিষয়ে সর্ব শ্রেষ্ঠ রিক্রুট মোঃ সাকিবুল ইসলাম, দ্বিতীয় শ্রেষ্ঠ রিক্রুট মোঃ সোলাইমান মৃধা এবং তৃতীয় শ্রেষ্ঠ রিক্রুট মোঃ শামীম হোসেনকে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি